বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মুমিনুলের নেতৃত্ব নিয়ে আমরা চিন্তিত নাই। চিন্তা তার ব্যাটিং নিয়ে। রান না পাওয়ায় সে চাপে আছে। ওকে নিয়ে আজ অল্প সময় বসেছিলাম। আবার বসবো।
শুক্রবার (২৭ মে) ঢাকা টেস্ট শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বিসিবি সভাপতি জানান, অধিনায়ক যখন রান পান না তখন সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বিষয়টি নিয়ে টেস্ট কাপ্তানের সঙ্গে খোলামেলা কথা বলা হবে।
তিনি জানান, বিসিবি দলে মনোবিদ দেওয়ার কথা ভাবছেন। বাংলাদেশ টেস্ট সিরিজে প্রথমটি ভালো করছে। দ্বিতীয় টেস্টে ভালো করতে পারছে না। অনক সময় দুই-তিনদিন ভালো করার পরে খারাপ করছে। এটা ব্যাটিং বা বোলিং টেকনিকের সমস্যা নয়। মানসিক সমস্যা হতে পারে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ১০ উইকেটেই জিতলো শ্রীলংকা
বিসিবি সভাপতি বলেন, কোথায় সমস্যা বুঝতেই অসুবিধা হচ্ছে। যতজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন, ঢাকায় এতো ভালো ব্যাটিং উইকেট হতে পারে ভাবতেই পারেনি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.