নেত্রকোনার মদনে ইজিবাইকের যাত্রী সেজে চালককে মারপিট করার পর এক নারী সহযাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ মে) রাতে এ বিষয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই। ওইদিন সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নে বাড়রী নামক স্থানে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই নারী ইজিবাইকে করে মদন থেকে কেন্দুয়ায় তার নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়রী নামক স্থানে পৌঁছালে তিন যুবক ওই ইজিবাইকে যাত্রীর বেশে ওঠেন।
পরে সুযোগ বুঝে চালককে মারপিট করে ওই নারীকে নির্জন স্থানে নিয়ে যান তারা। তাদের মধ্যে এক যুবক ওই নারীকে ধর্ষণ করেন।
ঘটনার পর রাতেই ভুক্তভোগীর ভাই অজ্ঞাত তিনজনের নামে মদন থানায় মামলা দায়ের করেন। শনিবার ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে মদন থানা পুলিশ।
আরও পড়ুন: প্রতীক পেয়েই প্রচারে সরগরম কুমিল্লা নগরী
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই অজ্ঞাত তিনজনকে আসামি করে শুক্রবার রাতে ধর্ষণের মামলা দায়ের করেছেন। তবে তিনজনের মধ্যে একজন ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে শনিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.