লালমনিরহাটে ধান ক্ষেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা। সাপটি প্রায় আট ফুট লম্বা।
শনিবার (২৮ মে) দুপুরে জেলার হাতিবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার ধান ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয় যুবক সুমন চন্দ্র বলেন, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগের লোক গিয়ে সাপটি নিয়ে বনে ছেড়ে দিবেন।
আরও পড়ুন: নেদারল্যান্ডে নিখোঁজ পুলিশের একজন থেকে গেছেন স্বেচ্ছায়
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বন বিভাগের লোক এসে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেবেন।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.