একটি জয় থেকে দূরে থাকা জার্মান সমর্থকরা হয়তো ভেবেই বসেছিলেন, তবে কী পথ হারালো জার্মানি! ওদিকে জয়ের জন্য উন্মুখ হয়েছিলেন হান্স ফ্লিক। শেষে এই অপেক্ষার অবসান ঘটলো, তাও আবার রাজকীয় ভঙ্গিমায়।
আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করা ইতালিকে এবার জার্মানি পোড়ালো পাঁচ গোলো। যদিও টানা দুইবার বিশ্বকাপে খেলতে না পারা মানচিনির দলটি গোল করেছে দুটি। তবে ইউরো জয়ী সেই ইতালি যেনো কোথায় হারিয়েছে!
মঙ্গলবার রাতে মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে নেশনস লিগের ম্যাচটি ৫-২ গোলে জেতে জার্মানি। ম্যাচে জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর টিমো ভেরনারের শেষ দুই গোল ইতালিকে লজ্জায় ফেলে দেয়।
অন্যদিকে ম্যাচের শেষবেলায় ইতালির হয়ে দুটি গোল করেন বাস্তোনি ও গনোন্তোর। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলে জার্মানি।
আসরের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালির রক্ষণভাগে আতঙ্ক সৃষ্টি করে রাখে মুলাররা।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.