বুধবার (১৫ জুন) 'ভেঙে গেলো বিটিএস' শিরোনামের একটি সংবাদ একাত্তর পোর্টালে প্রকাশিত হওয়ার পর সেটির তথ্যকে ফ্যাক্টওয়াচ টিম ‘ভুল’ হিসেবে চিহ্নিত করার পর সংবাদটি আপডেট করা হয়েছে।
বিটিএস ভাঙার খবর সত্য নয় বলে নিশ্চিত করে ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, এর সদস্যরা আপাতত সলো প্রোজেক্টের ওপরই বেশি মনোযোগ দেবেন।
উইভার্স অ্যাপে ব্যান্ডের সদস্য আরএম-এর বক্তব্যের অনুবাদ থেকে দেখা যায় তিনি লিখেছেন, 'গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস এর ভেঙে যাওয়া নিয়ে অনেক গুঞ্জন দেখছি। আমাকে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন। আমি সততার সাথে বলতে চাই, এখনি সবকিছু শেষ হচ্ছে না। বিটিএস ফেস্তায় আমার কান্নার ছবি ভাইরাল হয়েছে, এবং সেটা আমি শেয়ার না করার কোনো কারণ দেখি না। সবকিছুই শেয়ার করার সাহস মাঝে মাঝে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি করে।'
বিটিএস-এর স্বত্ত্বাধিকারী হাইবও এক বিবৃতিতে জানিয়েছে, বিটিএস বিরতি নিচ্ছে না। এই মুহুর্তে সদস্যরা নিজেদের ব্যক্তিগত প্রজেক্টে বেশি মনোনিবেশ করবেন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.