অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে টসে হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট।
টস হেরে টাইগারদের নতুন অধিনায়ক সাকিব আল হাসান বলেন, জিতলে তিনিও ফিল্ডিং-ই নিতেন। তবে ব্যাটিং করতেও খুব একটা সমস্যা হবে না তাদের।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে একজন স্পিনার রেখেছে। অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার গুদেকেশ মোতির।
তবে বাংলাদেশ একাদশ অনুমিতই। উইকেটকিপার হিসেবে নুরুল হাসান সোহান খেলায় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন। একাদশে বাংলাদেশ রেখেছে তিন পেসার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নুরুল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, এনক্রুমা বোনার, জেরমাইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, রেমন রেইফার, কেমার রোচ, জেইডেন সিলস।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.