নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রানের রেকর্ড ইনিংসের ফলে রেকর্ড বইয়ের অনেকগুলো পাতা নতুন করে ঢেলে সাজাতে হবে সংশ্লিষ্টদের।
নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যামসটেলভিনে ইংল্যান্ড আজ যেসব রেকর্ড নতুন করেছে
১. নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮/৪ রান ওয়ানডেতে সর্বোচ্চ
২. নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮/৪ লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান
৩. জস বাটলারের ৪৬ বলে সেঞ্চুরি ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। আগের দুটো রেকর্ডও তার
৪. বাটলারের ৬৫ বলে দেড়শ ইংল্যান্ডের হয়ে দ্রুততম, সব মিলিয়ে দ্বিতীয়
৫. বাটলারের ১৬২* রান ইংলিশ উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ, আগের দুটি রেকর্ডও তার
৬. এক ইনিংসে সর্বোচ্চ ২৬ ছক্কা, নিজেদের ২৫ ছক্কার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড ইংল্যান্ডের
৭. ১৭ বলে লিয়াম লিভিংস্টোনের ফিফটি ইংল্যান্ডের হয়ে দ্রুততম
৮. ১৭ বলে লিভিংস্টোনের এই ফিফটি সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম
৯. এক ওভারে লিভিংস্টোনের ৩২ রান, ইংল্যান্ডের হয়ে এক ওভারে এতো রান নেওয়ার নজির নেই আর
একাত্তর/এসএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.