জন্মদিনে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। শুক্রবার (১৭ জুন) বিয়েবন্ধনে আবদ্ধ হন এই গায়িকা।
তবে বিয়ে হয়েছে জুম মিটিংয়ের মাধ্যেম। কারণ, বর যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার কর্মরত আছেন দেশটির জন এফ কেনেডি বিমানবন্দরে।
বর নিউইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম ত্যাপে যুক্ত হয়ে কবুল করে নেন একে অপরকে। দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন নিকট স্বজনরা। আর বিয়ের কাবিন ধার হয়েছে মাত্র ৫০১ টাকা।
আরও পড়ুন: 'রেনু' পদ্মাসেতু নিয়ে গুজবকারীদের নির্মম হত্যার শিকার
কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী গণমাধ্যমকে জানান, ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন তারা। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কবুল বলেন।
এই বিয়ের আরো একটি বিশেষ দিক হলো, এই বিয়ের কাবিন ধার্য করা হয়েছে মাত্র ৫০১ টাকা!
জুমে বিয়ে প্রসঙ্গে এই গায়িকা বলেন, প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। তাতে দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর ও (তসলিম) দেশে আসছে। তখন একসঙ্গে পরিবার নিয়ে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।
একাত্তর/এসএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.