শেরপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর তিন ঘন্টা পর আব্দুস সালাম নামে মাদক মামলার এক আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া এলাকায় মামার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয় আব্দুস সালামকে। সালাম সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ জুন রোববার ২৪ গ্রাম হেরোইনসহ শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে আব্দুস সালামকে আটক করে র্যাব-১৪। পরে সোমবার তাকে মাদক আইনের মামলাসহ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। সোমবার সালামের পুলিশ রিমান্ড আবেদনের শুনানীর জন্য আদালতে নিয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় সে। পরে পুলিশের অভিযানে ফের তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.