হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জুন) সকালে সদর উপজেলার ধল ও লোকড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আট জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আহতরা জানান, সকালে ওই এলাকায় বেশ কয়েকটি কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। এসময় রাস্তা ও আশপাশের বাড়িঘরে যাকে সামনে পাচ্ছিল, তাকেই কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। কুকুরের কামড়ে আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদি রেজা জানান, আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.