বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পানিতে ডুবে আতিক নামে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুর দুইটার দিকে ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিখোঁজ আতিক শিমুলবাড়ী গ্রামের কমল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে শিশু আতিক ও তার বড় ভাই আরাফাত (৯) বাড়ির পাশে খেলতে গিয়ে একসঙ্গে পানিতে পড়ে যায়। কিন্তু বড় ভাই পানি থেকে উঠে ছোট ভাইকে দেখতে না পেয়ে দৌড়ে বাড়ির লোকজনকে খবর দেয়।
এদিকে, বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঐ রাস্তা দিয়ে যাওয়ার পথে নাজমুল নামে এক ব্যক্তি শিশুটিকে পানিতে তলিয়ে যেতে দেখে পানিতে লাফিয়ে পড়েন। কিন্তু তিনি শিশুটির কাছে পৌঁছানোর আগেই সে গভীর পানিতে তলিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, আমরা শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.