রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী সাজিদ মন্ডল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মো. শাকিল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ জুন) বেলা বারোটার পর শিশুটি বাড়িতে খেলছিলো। এসময় হঠাতই খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। তার বাবা মাঠে কাজ করছিল এবং তার মা ব্যস্ত ছিলো বাড়িতে।
তাকে বাড়িতে না দেখে একসময় পরিবারের সদস্যরা শিশুটির সন্ধান করতে থাকেন। এরপর শিশুটির চাচা আকিদুল মন্ডল হঠাৎ বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে।
দ্রুত শিশটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছিল। যে কারণে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.