নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩২৩০ লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তেল চুরির কাজে ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি জব্দ করেন তারা।
বৃহস্পতিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার হয়।
র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানিয়েছেন, দির্ঘদিন ধরে একটি তেল চুরির সিন্ডিকেট ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে তেলের ছোট দোকান সাজিয়ে বসেছে। তারা গাড়ির চালকদের জিম্মি করে গাড়ির জ্বালানী চুরি করে নিয়ে যাচ্ছিলেন।
এমন তথ্য পেয়েই বৃহস্পতিবার সকালে তাদের একটি দল বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এসময় তেল চুরির সাথে জড়িত দেলায়ার হোসেন এবং সজিব আটক হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.