হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলছে বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই হঠাৎ সুইমিং পুলে অজ্ঞান হয়ে ডুবতে বসেছিলেন মার্কিন শৈল্পিক সাঁতারু আনিতা আলভারেজ। তবে তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচান তারই কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।
বুধবার (২২ জুন) এ দুর্ঘটনার পর সুইমিং পুলের পাশেই আনিতাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
নারীদের একক ফ্রি সাঁতার প্রতিযোগিতার শেষে অজ্ঞান হয়ে পুলের নিচে তলিয়ে যান আনিতা। সাথে সাথে পুলে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেন চারবারের অলিম্পিক মেডালিস্ট ফুয়েন্তেস।
স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে ফুয়েন্তেস বলেন, অন্য কাউকে এগিয়ে আসতে না দেখে তিনি নিজেই আনিতাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তবে আনিতা এখন এখন ভালো আছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিচার হবে ম্যারাডোনার আট চিকিৎসাকর্মীর
মার্কিন শৈল্পিক সাঁতার দলের ইন্সটাগ্রাম পেইজে এক বিবৃতিতে ফুয়েন্তেস জানান, বৃহস্পতিবার (২৩ জুন) চিকিৎসকদের মূল্যায়নের পর শুক্রবারের দলীয় ইভেন্টে আলভারেজের অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও অলিম্পিক বাছাই ইভেন্টে আনিতা আলভারেজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন ফুয়েন্তেস।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.