পদ্মা সেতুর নির্মাণকাজ সফলভাবে সমাপ্ত করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
শুক্রবার (২৪ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সই করা এক অভিনন্দনবার্তায় বলা হয়, 'পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পূর্ণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।'
অভিনন্দনবার্তায় আরও বলা হয়, এই ব্রিজের উদ্বোধন ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বাংলাদেশকে অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নের পর্যায়ে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পেরও প্রমাণস্বরূপ।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগতভাবে শুভকামনা জানিয়ে তার সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের মানুষের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন শাহবাজ শরীফ।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.