ভোলায় একটি সুপারি বাগানের প্রায় দুই শতাধিক সুপারি গাছ ও চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ জুন) ভোর রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রাঢ়ীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি। তবে গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নিতে পারছে না বাগান মালিক ও এলাকাবাসী।
এ ঘটনায় জমির মালিক অহিদুল ইসলাম মাতব্বর ভোলা সদর মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন।
বাগান মালিক মো. অহিদুল ইসলাম মাতব্বর জানান, গত ৫ বছর আগে ১৫০ শতাংশ জমিতে সুপারির বাগান করার উদ্দেশ্যে দুই হাজার সুপারির চারা রোপণ করে তিনি। বুধবার ভোরে বাগানে গিয়ে দেখেন প্রায় দুই শতাধিক সুপারি গাছ ও চারা কাটা অবস্থায় পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছেন তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে স্থানীয় কারো সুপারি বাগান বা অন্য কিছু নিয়ে বিরোধ নেই বলেও তিনি জানান।
গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নিতে পারছে না এলাকাবাসী। তারাও নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
ওই এলাকার বাসিন্দা মো. হোসেন, শিমুল মিয়া, মোক্তার হোসেন জানান, গাছের সাথে এমন বর্বরতা আগে দেখেননি তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার তাই সবার প্রত্যাশা।
আরও পড়ুন: মানিকগঞ্জে আগুন দিয়ে গৃহবধূকে হত্যা মামলায় তিনজনের দণ্ড
ভোলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত এসব সুপারি গাছ থেকে বছরে অন্তত দুই লাখ টাকার সুপারি বিক্রি করা যেতো বলে জানান বাগান মালিক।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.