ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে মিলছে অগ্রিম ট্রেন টিকিট।
সরেজমিনে ঘুরে জানা যায়, ট্রেনের টিকিট পেতে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা।
অনলাইনে টিকেট পাওয়া গেলেও মাঝে মধ্যেই সার্ভার জটিলতায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর তাই প্রথম দিনের টিকিট পেতে স্টেশনে এসেছেন দাবি অনেকেরই।
জানা গেছে, আজ (১ জুলাই) দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই যাত্রীরা পাবেন ৯ জুলাইয়ের টিকিট।
অপরদিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
আরও পড়ুন: হলি আর্টিজান হামলার ছয় বছর আজ
৮ জুলাই দেওয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.