চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরেক আরোহী।
শুক্রবার (১ জুলাই) রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পলাশ (২৬)। তিনি সদর উপজেলার মহারাজপুর গ্রামের ডালিমের ছেলে। আহত ব্যক্তির নাম শিমুল (২৮)। তিনি একই উপজলার কৃষ্ণগোবিন্দপুরের মিয়াপাড়া গ্রামের একরাম মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদের তাৎক্ষণিক আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন এবং শিমুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: এক পাসওয়ার্ডে আটকে আছে ইভ্যালির গ্রাহকদের টাকা
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক ও ট্রাক জব্দ করা যায়নি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.