পটুয়াখালীতে আকস্মিক ঝড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে মাত্র ৪০ সেকেন্ডের দমকা বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি ঘর, উড়ে গেছে চালা।
রোববার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের চরপাড়ার স্বনির্ভর রোড এলাকার নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহিন হাওলাদার পেশায় একজন মাছ বিক্রেতা।
ঝড়ের সময় নদীতে গোসল করতে থাকা শাহিনের গলায় টিনের আঘাত লেগে তার গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়। তিনি চরপাড়া এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: ঈদের আগে পদ্মা সেতুতে বাইক চলার সম্ভাবনা কম
পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ মো: মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে দুই জন আহত হলে, এদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহিন হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম খবির হাওলাদার।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.