গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ বাতিল, অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং নামে কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি, দ্রুত চাকরিতে বহাল করতে হবে।
সোমবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে টঙ্গী নতুনবাজার এলাকায় রেললাইনের ওপর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ও জামালপুরগামী জামলপুর এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো।
পরে কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন থেকে সরে দাঁড়ায়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে গত ১ তারিখ থেকে ছাঁটাই করা হয়। কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তীতে আবারও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে
এ বিষয়ে টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুল রহমান সাংবাদিকদের বলেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিকেল পাঁচটার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.