শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন একই এলাকার শহিদ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় নুনখোলা ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন টিউবওয়েলের সাথে লাগানো বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরের সংযোগ দেয়ার পর টিউবওয়েলের পাশে দাঁড়ান। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলটি স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য রশিদুর রহমান খান জানান, আগে থেকেই টিউবওয়েলটি বিদ্যুতায়িত ছিলো। শারমিন সেখানে হাত দেওয়ার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
আরও পড়ুন: প্রেমের বিয়ে, ডিভোর্সের পর শিশুকে শ্বাসরোধে হত্যা মায়ের
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.