পটুয়াখালীর বাউফলে ডাকাত দলের ৩ সদস্য ও ডাকাতির মালামাল বিক্রির সাথে জড়িত দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ জুন) দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান এখনো অব্যাহত আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় বাউফল থানার তালিকাভুক্ত ডাকাত ইসমাইল গাজী ও মোহাম্মদ রিয়াজকে। তাদের বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নে।
এরপর আটককৃতদের তথ্যের ভিত্তিতে ধুলিয়ান চাঁদকাঠী থেকে দুপুরে গ্রেপ্তার করা হয় ডাকাত দলের অপর সদস্য অরুণ কর্মকারকে। কালিশুরি বাজারে একসময় তিনি স্বর্ণের ব্যবসা করলেও পরে ডাকাত দলের সাথে সম্পৃক্ত হন।
উপরোক্ত তিনজনের স্বীকারোক্তি মোতাবেক শেষ বিকেলে বাউফল পৌর এলাকার কুণ্ডপট্টী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডাকাতির মাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত গৌরব জুয়েলার্সের গৌতম ও মনোজ কর্মকারকে। বর্তমানে তারা বাউফল থানা হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, অভিযান অব্যাহত, পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.