নওগাঁ শহরের ধোপাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে শহরের পার-নওগাঁ ধোপাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার আবদুল ওয়াদুদের ছেলে ওসমান গনি ওরফে জিসান (৩৫) ও যশোরের অভয়নগর থানার নোয়াপাড়ার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী ওরফে মুকেশ (৪৮)কে আটক করেন তারা।
র্যাব বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা, কোন অনুষ্ঠান বা কোন জায়গায় নাশকতা করার পরিকল্পনা ছিলো তাদের। এ সময় বিস্ফোরক দ্রব্য লালবর্ণের ৪ কেজি ২শ’ গ্রাম রাসায়নিকযুক্ত পাউডার, সাদা বর্ণের ২ কেজি ৫শ’ গ্রাম রাসায়নিকযুক্ত পাউডার, ক্রিষ্টাল সাদা বর্ণের ২কেজি ৪শ’ গ্রাম পাউডার, ১ কেজি ৮শ’ গ্রাম রাসায়নিকযুক্ত মাটি, ২টি বিউটেন গ্যাসযুক্ত কৌটা, ১টি দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা, ১টি লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু, ২টি স্কসটেপ দ্বারা বাঁধানো মোবাইল ব্যাটারী, ৭টি রেজিস্টেন্স, ৮টি বাটন সুইচ, ৬টি টিউনিং সুইচ, ১টি আইসি, ৮টি ইন্ডিকেটর ল্যাম্পসহ বোমা বানানোর বেশকিছু উপাদান পাওয়া গেছে।
র্যাব-৫ (রাজশাহী) এর অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহারিয়ার জানিয়েছেন, জিসান এবং মুকেশ কয়লা ব্যবসায়ী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিলেও তাদের ব্যবহৃত কোন আসবাবপত্র ছিলো না। এই বাড়ি থেকে মোবাইল দিয়ে বোমা তৈরীর সরঞ্জাম পাওয়া গেছে। তিনি আরও জানান, দ্রুত এর সাথে জড়িতদের আটক করা হবে।
র্যাবের জয়পুরহাট ক্যাম্পের কম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
একাত্তর/এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.