রাজধানীর বিজয় সরণির ওভার ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওভার ব্রিজের নিচে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে ওই চালকের নাম মো. ইমরান হোসেন খান (৩৫)। তিনি খিলগাঁও এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়, বাবার নাম মো. মফিজ খান।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.