ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ জুলাই) ব্রুনাইয়ের সুলতানকে ৯শ’ কেজি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশী আম ‘আম্ররপালি’ উপহার হস্তান্তর করা হয়।
বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এই দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জল ভবিষ্যত গড়ার ক্ষেত্রে এই উপহার ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.