ঢাকার উত্তরা থেকে আশুরিয়া সড়কে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৬ জুলাই) ভোর থেকেই ওই সড়কে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়।
এদিন বেলা ১১টায় মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, ঢাকা আশুলিয়া রোডে বৃষ্টির কারণে গাড়ির ধীর গতি এবং প্রচণ্ড যানজট হচ্ছে। ওই রাস্তা ব্যবহারকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
এদিকে ট্রাফিক পুলিশের উপ কমিশনার (উত্তরা) সাইফুল হক জানিয়েছেন, ভোর সাড়ে চারটার দিকে আশুলিয়া ও ধউর এলাকার মাঝামাঝি একটি মালবোঝাই ট্রাক উল্টে যায়। সেটা সরাতে সকাল সাড়ে ৯টা বেজে যায়। এতে দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: বিদ্যুতে বিঘ্ন: ‘এই পরিস্থিতি বেশি দিন থাকবে না’
তাছাড়া বৃষ্টির কারণে রাস্তার একটি অংশ দিয়ে চলাচল সম্ভব না হওয়ায় দুই দিকেই গাড়ির জট লেগে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকা জেলা পুলিশ এবং আমরা চেষ্টা করছি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.