দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ সেনারা সেখানে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেন। এরইমধ্যে এ অঞ্চলে হামলা জোরদার করেছে মস্কো।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একদিন আগেই লুহানস্ক প্রদেশ জয় করার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ঘোষণার পরদিন মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চল দখলে তীব্র লড়াইয়ে নেমেছে রুশ সেনারা।
উল্লেখ্য, ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ সম্মিলিতভাবে দনবাস নামে পরিচিত।
মস্কো বলছে, দোনেৎস্ক ও লুহানস্ক, এ দুই গণপ্রজাতন্ত্রের (স্বঘোষিত) মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ হয়ে ইউক্রেনের কাছ থেকে পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ চায় পুতিন সরকার।
এর আগে রোববার লুহানস্কে ইউক্রেইনের শেষ ঘাঁটি লিসিচ্যাংস্কের দখল করে রুশ সেনারা। ইউক্রেনের মতে, মস্কো এখন দোনেৎস্কের স্লোভেনস্ক ও ক্রামাতোর্স্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দিকে মনোযোগ দেবে।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই জানান, লুহানস্ক অঞ্চলের প্রান্তসীমায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
লুহানস্ক ও দোনেৎস্ক, উভয় অঞ্চলেই ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার পথে পড়া সবকিছুর ওপর গোলাবর্ষণ করছে তারা।
তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.