জামালপুরে অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে শহরের বকুলতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশুর নাম সমৃদ্ধি ধর প্রিয়ন্তি। শিশুটি বসাকপাড়ার সৌমিক কান্তি ধরের কন্যা এবং ডলফিন বে কিন্ডার কেয়ারের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে দাদীর হাত ধরে বিদ্যালয় থেকে ফেরার সময় অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় প্রিয়ন্তি। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, জামালপুর শহর এখন অটোরিকশার শহরে পরিণত হয়েছে। এসব অটোরিকশার নাই কোন লাইসেন্স। এগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
প্রিয়ন্তির বাবা সৌমিক কান্তি ধর কান্নাজড়িত কণ্ঠে অকালে যেন আর কোন প্রিয়ন্তিকে বিদায় নিতে না হয় এজন্য যথাযথ ব্যবস্থা নিতে সড়ক ও পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম জানান, পরীক্ষার ফলাফল নিয়ে খুশিতে দৌড় দেয় প্রিয়ন্তি। এ সময়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.