কুমিল্লার মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
মনোহরগঞ্জের চৌরাইশ এলাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার (৬ জুলাই) তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের চৌরাইশ গ্রাম থেকে নজরুল ইসলাম (৩৯)।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে মনোহরগঞ্জের চৌরাইশ গ্রামের পন্ডিতবাড়ির নজরুল ইসলামের টিনশেড বসত ঘরের খাটের নিচ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার ও নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, এটি এই থানার সর্বোচ্চ উদ্ধারকৃত মাদকদ্রব্য। এ বিষয়ে মনোহরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, নিরাপদ ও বসবাস উপযোগী করে গড়ে তোলার জন্য পুলিশী সকল প্রকার অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.