জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা তিন টি-টোয়েন্টিতে টস হারলো বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচের মতো এবারও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।
অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছিটকে গেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটিতে আগে ফিল্ডিং করতে নামবে মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
তার ওপর এই ম্যাচে পরিবর্তনও এসেছে তিনটি। মুনিম শাহরিয়ারের জায়গায় অভিষেক হচ্ছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সোহান-শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ ও মামুদউল্লাহ রিয়াদ।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.