নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।
ফলে মঙ্গলবারের (২ আগস্ট) ম্যাচে নেপালের সঙ্গে ড্রই ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল। সে কাজটিই করলেন পিয়াস আহমেদ নোভারা।
প্রথম তিন ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালের খুব কাছাকাছি ছিলো বাংলাদেশ। আজ জিততে পারলে তো কথাই ছিলা না।
এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে নেপালকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় তারা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় তিন মৃত্যু, শনাক্তের হার বেড়েছে
যদিও পরে গোল হজম করে ম্যাচটি ড্র মেনেই মাঠ ছেড়েছে তারা। কিন্তু সে সঙ্গে ফাইনালও নিশ্চিত করে নিলো তারা।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.