নানা আলোচনা, সমালোচনা উপেক্ষা করে পরীমনির পথচলাটা এবার বোধহয় একটু অন্যরকম। আর কদিন বাদেই মা হতে চলেছেন আলোচিত এই অভিনেত্রী। আর তাইতো অপেক্ষার প্রহর যেন কাটছেনা পরীর।
আপাতত মাতৃত্বকালীন অবকাশের জন্য সিনেমার কাজ থেকে দূরেই আছেন পরীমণি। পরীর এখন ব্যস্ত সময় নতুন অতিথির জন্য। আর তাইতো চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই পরী জানান দেন তার জীবনের নানা অনুভূতি এবং নানা গল্পের কথা। আর এবার জানান দিলেন, শিশুর কেনাকাটার ছবি।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে, সামাজিক মাধ্যমে কয়েকটা ছবি ও একটা ভিডিও পোস্ট করেন পরীমনি। তাতে দেখা যাচ্ছে, রাজ-পরী দম্পত্তি নতুন অতিথির জন্য কাপড় এবং নানা প্রসাধনী কিনেছেন। আর সেসবেরই ছবি দিয়েছেন ফেসবুকে।
ক্যাপশনে লিখেছেন- ‘তার আসার আয়োজন’
আর এই ছবি দেখে পরীর ভক্তরা অনুমান করছেন, ছেলে সন্তানের মা হতে যাচ্ছেন পরীমণি। এমনকি ইতোমধ্যে সন্তানের নামও ঠিক করেছেন রাজ-পরি দম্পত্তি কিন্তু সেই নাম এখনো গোপণ।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.