সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেলো একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেলো জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি।
এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে চঞ্চল চৌধুরী অভিনীত কারাগার নামক একটি সিরিজে। দর্শকদের চমকে দেয়া চঞ্চল চৌধুরীর এবারের আকর্ষণ একটি সেল আর তার গল্প। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ওয়েব সিরিজ দিয়েই এবার হইচইতে ফিরছেন চঞ্চল চৌধুরী।
শরীরে ছেঁড়া পোশাক। স্থির হয়ে তাঁকিয়ে থাকা, বিষন্নতার চাঁদরে ঢেকে থাকা মুখ আর একটা অন্ধকার ঘরে অল্প আলোতে যেন চঞ্চল চৌধুরী দর্শকদের বোঝাতে চাইছেন রহস্য, ইতিহাস এবং নানা নাটকীয়তার কথা। আগস্টেই সিরিজটির মুক্তি পাবার কথা রয়েছে।
গত সোমবার চঞ্চল চৌধুরী তার সামাজিক মাধ্যম ফেসবুকে ‘কারাগার’ সিরিজের লুকও প্রকাশ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন-
জেল খেটেছি চার বার।
মৃত্যুদন্ড হয়েছে দুই বার…
একবার জেল থেকে পালিয়েছি…..
ফাঁসিতে ঝুলেছি এক বার।
জেলখানার সাথে আমার অন্যরকম আত্মীয়তা।
বলছিলাম আমার অভিনয় জীবনে জেলখানার গল্প।
‘মনপুরা’,‘আয়নাবাজি’,’পাপ-পুণ্য’তে আমারই করা চরিত্র সোনাই, শরাফত করিম আয়না, খোরশেদ চেয়ারম্যানের হয়ে জেলে ছিলাম অনেক দিন।
সবশেষ দীর্ঘদিন জেলে কাটালাম হইচই এর নতুন ওয়েব সিরিজ, সৈয়দ আহমেদ শাওকী’র “কারাগার” এর জন্য।
খুব শীঘ্রই আসছে…….
“কারাগার”
“সবার জন্য সব সত্য,আমার জন্য অভিনয়”
সিরিজটিতে অভিনয়ে আছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.