মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইয়াসমিন আক্তার লুনা (৩৭), লায়লা আক্তার (৩৮) ও নেওয়াজ জামান (১৬)। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ছাত্রদল ও যুবদলের ২৫ জনের নামে মামলা
স্থানীয়রা জানান, মাওয়াগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৫ ১৭৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের তিন আরোহী আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তারা সবাই ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.