নারায়ণগঞ্জে গাছের সঙ্গে হাত ও মুখ বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, নিহতের হাত ও মুখ বাঁধা লাশটি গাছে ঝুলছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে এ নির্জন স্থানে মরদেহটি ঝুলিয়ে রেখে গেছে।
আরও পড়ুন: এক হাতে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.