লুঙ্গি পড়ায় কক্সবাজারের একটি তারকা হোটেলে এক পর্যটককে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ওই হোটেলের অভ্যর্থনায় নিয়োজিত কর্মচারীরা তাকে কয়েক ঘণ্টা বাহিরে অপেক্ষায় রেখেছিল। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় হোটেলে প্রবেশ করেন তিনি।
শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলিতে অবস্থিত হোটেল ওশান প্যারাডাইসে এ ঘটনা ঘটে।
হেনস্তার শিকার পর্যটক জাহিদ হাসান (৫০) জানান, দুপুরে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে ওই হোটেলে ওঠেন।
তিনি জানান, হোটেলে ঢোকার সময় কর্তৃপক্ষ তাকে লুঙ্গি পড়ার বিষয়ে সতর্ক করে। জানানো হয়, হোটেলে লুঙ্গি পড়া গেস্টের অনুমতি নাই।
কিন্তু লুঙ্গিতে অভ্যস্ত জাহিদ রাতে লুঙ্গি পড়ে বের হয়েই বিপত্তিতে পড়েন। তাকে আর হোটেলে ঢুকতে দেয়না সিকিউরিট গার্ড। হোটেল ওশান প্যারাডাইসের অভ্যর্থনা কক্ষে দায়িত্বরত কর্মকর্তারা সিকিউরিটি গার্ডের বলে দেন লুঙ্গি পরা গেস্ট যেনো হোটেলে না ঢোকে।
জাহিদ হাসান বলেন, রুমে পরিবারের কাছে যেতে না পেরে হোটেলের লবি থেকে বের হয়ে বাইর হয়ে দাঁড়িয়ে থাকি। পরে একজন সংবাদকর্মীর সঙ্গে পরিচয় হয়। সংবাদকর্মী বিষয়টি জানতে পেরে হোটেল কর্তৃপক্ষকে জানান। কিন্তু কোনো সদুত্তর পাননি।
তিনি জানান, হোটেলের ডেস্কের আল আমিন নামে একজনকে বলি আমি লুঙ্গি পড়ে অভ্যস্ত, প্যান্ট কোথায় পাবো। কিন্তু তারপরও আমাকে বাহিরে ঘণ্টা খানেক দাঁড় করিয়ে রাখা হয়।
পরে টুরিস্ট পুলিশের সহযোগিতা নেওয়া হয়। পুলিশ এসে তাকে হোটেলে প্রবেশের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এরকম একটি অভিযোগ শোনার পর পরই ঘটনাস্থলে গিয়েই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি এবং তাদের সতর্ক করি।
আরও পড়ুন: দাম বাড়লো সব ধরনের জ্বালানি তেলের
এই বিষয়ে জানতে চাইলে ওই হোটেলের ব্যবস্থাপক (অপারেশন) কাজী আনিসুজ্জামান গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, লুঙ্গি পড়ে হাঁটাহাঁটি করায় একটু সতর্ক করা হয়েছিল। এরচেয়ে বেশি কিছু হয়নি।
পর্যটকদের লুঙ্গি পড়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে তার সঠিক উত্তর দিতে পারেননি হোটেলটির এই কর্মকর্তা।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.