রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জেলে মদন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়া ফেরী ঘাটে আনলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট মাছটি উন্মুক্ত ডাকে এক হাজার ৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯শ' টাকায় কিনে নেন।
আরও পড়ুন: এক স্টেশনে দুই ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার লিটার তেল বিক্রি
মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট বলেন, এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। কেজিতে এক-দুইশ' টাকা বেশি পেলে বিক্রি করা হবে। মোবাইলে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেলেই বড় বড় মাছ পাওয়া যায়। এবছরও বড় বড় মাছ ধরা পড়ছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.