জামালপুরের বকশীগঞ্জে নিজের কিশোরী মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে (৪০)।
শুক্রবার (৫ আগস্ট) রাতে জামালপুর সদরের রাণীগঞ্জ যৌনপল্লী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার (৩ আগস্ট) ওই ব্যক্তি নিজের স্ত্রীকে কৌশলে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার ওই কিশোরী নিজের মাকে মোবাইলে এ ঘটনার কথা জানায়। পরে তিনি বকশীগঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে রাণীগঞ্জ যৌন পল্লী থেকে গ্রেপ্তার করেন।
আরও পড়ুন: বাসচাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত, আহত দুইজন
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে শনিবার (৬ আগস্ট) দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.