এক সঙ্গে এতো বেশি হারে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে
রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র
সভাপতি মো. জসিম উদ্দিন।
শনিবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে জ্বালানি তেলের
দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বর্তমান
পরিস্থিতিতে এক সঙ্গে ৪০ থেকে ৫০ শতাংশ মূল্য না বাড়িয়ে সরকার চাইলে ধাপে ধাপে
বাড়াতে পারতো। এতে করে সরাসরি প্রভাব পড়তো না।
এফবিসিসিআই সভাপতি বলেন, এত বেশি দাম বাড়ানোর কারণে এর প্রভাব কৃষিতে পড়বে, পরিবহন-যাতায়াতে পড়বে, মূল্যস্ফীতি বেড়ে যাবে।
সর্বোপরি সাধারণ মানুষ ভুক্তভোগী হবে।
জসিম উদ্দিন বলেন, চলমান পরিস্থিতিতে
তেলের দাম বাড়ানো খুবই চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এতে করে দেখা যাবে মিড লেভেলের
যেসব ব্যবসায়ী আছে তারা সমস্যায় পড়বে।
তিনি বলেন, এখন বাস্তবতা বা
আমরা কী পরিস্থিতিতে আছি এটা বোঝাতে হলে ‘মরিয়া প্রমাণ করিতে হবে আমি মারা গেছি’।
জসিম উদ্দিন বলেন, এখন বিশ্ববাজারে
জ্বালানি তেলের দাম নিম্নমুখী। এমন অবস্থায় সরকার নিশ্চয়ই কোনো বিষয় বিবেচনা
করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেন, আমরা আগামীকাল রোববার জ্বালানি
প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো আসল
বিষয়টা কী?
তবে সরকার চাইলে আগের মুনাফা দিয়েই জ্বালানি তেলের
দাম সমন্বয় করতে পারতো বলে জানিয়েছেন
এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.