জাতীয় শোক দিবস নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রিহাব এর ভাইস প্রেসিডেন্ট সোহেল রানার বিরুদ্ধে।
এই হুমকির প্রতিবাদে শনিবার (৬ আগস্ট) প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে হুমকিদাতা আইনের আওতায় শাস্তির দাবি ওঠে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সেভ দ্য ফিল্মের ব্যানারে এই মানববন্ধনহয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি লিটন হাসমি, সেভ দ্য ফিল্মের চেয়ারম্যান আবুল হোসেন মজুমদার, প্রযোজক জাহাঙ্গীর সিকদার, প্রযোজক-পরিচালক অপূর্ব রায় প্রমুখ।
ভুক্তভোগি আলিমউল্লাহ খোকন জানান, হত্যার হুমকির কারণে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১৫) করেছেন তিনি। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আদালত থেকে জামিনে বেরিয়ে এসে খোকনকে হত্যার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, কয়েকদিন ধরে অজ্ঞাত লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি।
একাত্তর/এসএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.