গতকাল রোববার (১৬ মে) ছিল বাংলাদেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আজাদ রহমানের প্রথম প্রয়াণ দিবস। বরেণ্য এই সঙ্গীত ব্যক্তিত্বকে স্মরণ করে, তার মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে নতুন সুর তৈরি করেছেন পশ্চিম বাংলার প্রখ্যাত গায়ক, গীতিকার ও সুরস্রষ্টা কবীর সুমন।
কবীর সুমন তিনতাল মধ্যগতির এই বাংলা খেয়ালের নামকরণ করেছেন রাগ আজাদ। বাংলা খেয়ালের পথিকৃত আজাদ রহমানের স্মৃতিতে উৎসর্গ করেন এই রাগের প্রথম বাংলা খেয়াল বন্দিশ রচনাটি।
১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন আজাদ রহমান। বাংলাদেশের চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বিভাগে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আজাদ রহমান ২০২০ সালের ১৬ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.