আপনি যদি আপনার ঘর মনের মতো সাজাতে চান তাহলে কেমন হয়?
ঘরের সঙ্গে যদি যুক্ত হয় হলুদ আর ধূসর রঙ, তাহলে ব্যাপারটা কিন্তু অন্য রকম হবে।
বিশেষ করে ঘরের দেয়ালটাকে যদি একটু আধুনিক করা যায় ধূসর রঙ দিয়ে তাহলে কিন্তু মন্দ নয়। যুক্তরাষ্ট্রের জ্যোর্তিবিদ ফ্রেটস্কি এর মতে, এই দুটি রঙ-এর ভালো সম্পর্ক আছে। এর মিশ্রণ খুবই অন্যরকম। একটি স্বাচ্ছন্দ্যময় এবং প্রশংসনীয় শোবার ঘর, বসার ঘর বা বাচ্চাদের ঘরের দেয়ালে এই দুটি রঙ বেশ ভূমিকা রাখবে।