দর্শকদের প্রত্যাবর্তন ঘটিয়ে মাঠে ফিরছে আইপিএলের দ্বিতীয় পর্ব। গ্যালারিতে দর্শক নিয়ে ফিরছে এবারের আসর। শুরুর দিন মাঠে নামছে দুই টপার চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স। কে হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন? তবে যেই শিরোপা যেই জিতুক সবার নজর কিন্তু আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
দলের অন্যতম মায়েস্ত্রো রবি চন্দ্র অশ্বিনের জন্মদিনটা যেনো ভুলিয়ে দিলো সব হতাশা। বায়োবাবলের চক্করে ছয়দিন ধরে সবার দিন কাটছে টিম হোটেলে। এবারে নতুন উদ্যমে দিল্লি ক্যাপিটালস ।
সব শঙ্কা কাটিয়ে, মাঠে ভক্ত সমর্থকদের প্রত্যাবর্বতন ঘটিয়ে আবারো ফিরলো আইপিএল। বেশ কয়েকজন বিদেশী তারকাকে পাওয়া যাচ্ছেনা দ্বিতীয় পর্বে। তাই বদলিদের নিতে হবে এবারের দায়িত্বটা।
পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা দিল্লি , চেন্নাই আর বেঙ্গালুরুর জন্য কাজটা খানিটা সহজ। কেননা দুই-তিন ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সেরা চার।
আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার ক্রিকেটে অস্থির হাওয়া
দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আছে চারে। তবে মিডল অর্ডারে নজর না দিলে রোহিত বাহিনীর পা পিছলে যেতে পারে।
এরপরেই পাঞ্জাব আর কাটার মাস্টার মোস্তাফিজের রাজস্থানের অবস্থান।
প্লে অফের পথটা বেশ কঠিন সাকিবের কেকেআরের। আট দলের মধ্যে সাতে কলকাতা নাইট রাইডার্স। একবারে তলানিতে সানরাইজার্স হায়দরাবাদ।
ওপেনিং ডে-তেই থাকছে ধামাকাদার ম্যাচ। দুবাইতে ধোনি বনাম রোহিত- আইপিএল ক্লাসিকো ক্ল্যাশ।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তিনবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচটা হবে শেয়ানে শেয়ান। লিগের প্রথম লেগেই পাওয়া গিয়েছিল সেই আভাসটা ।
১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আরব আমিরাতে মাঠ মাতাবে আইপিএল। দেখার অপেক্ষায় বিশ্ব- পুরোনো কেউ, নাকি আইপিএল ট্রফির গায়ে উঠবে নতুন নাম?
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.