বিএনপি ও সমমনাদের নবম দফা অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে দুর্বৃত্তের ছোরা ককটেল বিস্ফোরণে এক ব্যাংক কর্মকর্তাসহ দুই জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন ডাইরেক্টর ইমদাদুল হক খান (৫৬) ও তার ভাতিজা সামিট ওয়েল এন শিপিংয়ের ম্যানেজার নাজমুস শাহাদাৎ (৩৫)।
তাদের স্বজন হাফিজ আহমেদ বলেন, তারা দুই জন বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ভাতিজা শাহাদত, আর পেছনে বসা ছিলেন কাকা ইমদাদ। দুর্বৃত্তের ছোড়া ককটেলে তারা আহত হলে প্রথমে ফার্মগেটের আলরাজি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে সেখান থেকে ঢামেকে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে। ইমদাদুল হকের ডান হাতে, কপাল এবং নাজমুস শাহাদাৎ ডান হাতে ও বুকে আঘাত পেয়েছেন।