সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়কে প্রাণ গেল নারীর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নুরজাহান বেগম (৬১) নামে নারী নিহত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন।

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নুরজাহান বেগম শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মজিদ আলী মোল্লার কান্দি গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, অত্র থানাধীন বাঁশপট্টি এলাকায় ওই নারীকে একটি অজ্ঞাত গাড়ির চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহতের পরিচয় প্রথমে পাওয়া যায়নি। পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।

নিহতের ছেলে চন্নু মিয়া সর্দার বলেন, মা গ্রামের বাড়ি থাকতেন। সেখানে ব্রেইন স্টোক করেন। পরে মাকে গ্রামের বাড়ি থেকে আমার বাসায় চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ বন্দর জন্ডিস গলিতে নিয়ে আসি। এখানে রেখে তার চিকিৎসা করাচ্ছিলাম। ব্রেইনের সমস্যার কারণে মা অনেকটা অস্বাভাবিক ছিলেন। পথঘাট চিনতে পারতেন না।

তিনি আরও বলেন, একদিন আগে মা বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করি, এলাকায় মাইকিং করা হয়। পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করি।

 

আরবিএস  
রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ওবায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন...
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত