সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

ঈদ উপলক্ষে দিনে ট্রেনে ঢাকা ছাড়ছেন দুই লাখ মানুষ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেছেন, আমরা এখন পর্যন্ত রেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ধরে রাখতে পেরেছি। আগামী দুই দিন যাত্রীর সংখ্যা বাড়বে। তখনও এমন পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি।

রোববার ঢাকা রেলওয়ে স্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাসুদ সারওয়ার বলেন, আজ কমলাপুর ও এর আশপাশের স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তনগর ট্রেনের যাত্রীসংখ্যা ৩৩ হাজার ৫০০ জন। এছাড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।

শুধু ঈদ নয়, সব সময়ই ট্রেনের ছাদে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষেধ বলে জানান তিনি।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রবেশ বন্ধ করতে কড়াকড়ি ভূমিকা রাখছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দফা টিকিট চেকিং করে যাত্রীদের ভেতরে প্রবেশ করাচ্ছেন দায়িত্বে থাকা কর্মীরা।

এছাড়া স্টেশনে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুথ বসিয়েছেন এবং প্ল্যাটফর্মে টহল দিচ্ছেন।

ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। যাত্রীরা বলছেন, কামড়াগুলোতে পা ফেলানোরও জায়গা ছিলো না। কয়েকটি ট্রেনে ছাদেও দেখা গেছে...
ঈদের ছুটির পর ঢাকার পথে ফিরতি যাত্রায় দেশের দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রায় নেই অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। একইসাথে ঈদযাত্রায় নেই কোনো প্রকার ভোগান্তি বলছেন লঞ্চ যাত্রীরা। 
ঈদ শেষে এখনও ঢাকা ছাড়া মানুষের সংখ্যা কমছে না। মঙ্গলবার (১০ জুন) দুপুর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে ফিরতি মানুষের চেয়ে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ছিলো বেশি। সরকারি ছুটি শেষ না হওয়ায় আগামী...
পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নে শহরে ফিরছেন সবাই। 
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত