সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রে আনন্দ-উচ্ছ্বাস

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পিএম

ঈদ মানেই আনন্দ। প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর পাশাপশি এই ঈদের অন্যতম আনন্দ অনুষঙ্গ হলো ঘোরাঘুরি। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা এসব বিনোদন কেন্দ্রে আনন্দে মেতেছিলো সব বয়সের মানুষ।

শুক্রবার ফ্যান্টাসি কিংডমে ঈদ উৎসবে মেতে ওঠে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের বিনোদনপ্রেমী মানুষ। কেউ রোলার কোস্টারে উঠছেন, কেউ বা ওয়াটার কিংডমে গিয়ে পানিতে গা ভাসাচ্ছেন। কর্তৃপক্ষ জানান, সেফটি, সিকিউরিটি আর কমফোর্টের কারণেই ফ্যান্টাসি কিংডম সবার প্রথম পছন্দ।

দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও অনুভুত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তারই মাঝে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে জলকেলিতে মেতে উঠেন সবাই। ফ্যান্টাসি কিংডম ছিলো দর্শনার্থীতে ঠাসা। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে দেয়া হচ্ছে ঈদ বিশেষ প্যাকেজ।

এর মধ্যে ২২০০ টাকার প্যাকেজ নেমে এসেছে ১৫০০ টাকায় আর ১৭৫০ টাকার প্যাকেজ ১২৫০ টাকায়। দেড় হাজার টাকার প্যাকেজে ফ্যান্টাসি কিংডমে এন্ট্রিসহ ১৫টি রাইড ব্যবহার করা যায়। এছাড়াও ওয়াটার কিংডমের অলরাইড ব্যবহার সাথে লাঞ্চ বা ডিনারসহ আইসক্রিম বা কোমল পানীয় পাচ্ছে সুইমাররা।

১২৫০ টাকার প্যাকেজে এন্ট্রিসহ ১৫টি রাইডে ওঠার সুবিধা ছাড়াও এক্সট্রিম রেসিং বা লাঞ্চ সাথে কোমল পানীয় বা আইসক্রিম। ফ্যান্টাসি কিংডমে শুধু এন্ট্রি ফি ৫০০ টাকা। ছোটদের লাগছে ৩০০ টাকা। কর্তৃপক্ষ জানান, সেফটি, সিকিউরিটি আর কমফোর্টে আপোস করোনা বলেই মানুষের প্রিয় ফ্যান্টাসি কিংডম।

এদিকে, শুক্রবার দুপুরের আগেই মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। এবারের ঈদ আর বাংলা নববর্ষকে সামনে রেখে টানা ছয়দিন ছুটি থাকায় এই ভিড় স্মরণকালের রেকর্ড ছাড়াবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ। সকাল নয়টায় মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটক খুলে দেয়া হয়।

চলেছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তবে সকাল নয়টার অনেক আগে থেকেই দর্শনার্থীদের আগমন শুরু হয়। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকেট কাউন্টার খোলার অপেক্ষায় ছিলেন তারা। টিকেট বিক্রি শুরু হওয়া মাত্রই হুড়মুড় করে টিকেট কাটতে শুরু করেন অনেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় বাড়তে থাকে।

দুপুরের আগেই দর্শনার্থীর সংখ্যা লাখের ঘরে পৌঁছে যায়। বিকেল নাগাদ এই সংখ্যা যায় দেড় থেকে দু’লাখে। ভেতরে প্রবেশ করে পশু-পাখি দেখে ঈদের আনন্দ উপভোগ করেন তারা। শুধু ঢাকা নয়, আশপাশের জেলা থেকেও ঈদ আনন্দ উপভোগে রাজধানীর চিড়িয়াখানাতে ছুটে এসেছেন অনেক দর্শনার্থী।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদের ছুটিতে দর্শনার্থীর ভিড় ব্যাপক বাড়ার কারণে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। ঈদের দিনের দুর্ঘটনার পর এই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বাঘ, সিংহ ও হাতিসহ কয়েকটি প্রাণির খাঁচা ও নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করা হয়েছে।

রাজধানীর হাতিরঝিলেও সকাল থেকে বেড়াতে এসেছে সব শ্রেণি ও বয়সের মানুষ। তবে বিকেলের দিকে এই ভিড় আরও বাড়ে। মানুষ ওয়াটার ট্যাক্সিতে ঈদ আনন্দ উপভোগ করছেন। এজন্য খরচ করতে হচ্ছে জনপ্রতি ৮০ টাকা। এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত বন্ধু-বান্ধবের সঙ্গে হেঁটেও বেড়াচ্ছেন অনেকে।

রাজধানীর রমনা পার্ক ঘুরে দেখা গেছে, সবুজ ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছে অনেকেই । কেউ এসেছেন ছোটদের সঙ্গে করে। শিশুরা দৌড়াদৌড়ি করছে ঘাসের ওপর। তাদের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের বেলুন, খেলনা। বে শিশুদের নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে রমনা পার্কে ছুটে এসেছেন তারা।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, উদ্যানের শিখা চিরন্তনের সামনে মানুষের ব্যাপক ভিড়। দাউ দাউ করে জ্বলা আগুনের সামনে দাঁড়িয়ে ছবি তোলায় মত্ত হয়েছেন তারা। এছাড়া পুরো উদ্যানজুড়ে সবুজ ঘাসের ওপর বসে সময় কাটাচ্ছেন সব বয়সী মানুষ। বিকেলেছায়ায় বসে ঠান্ডা বাতাসে আরাম করেছেন অনেকে।

নগরবাসীরা মনে করছেন, তীব্র দাবদাহ উপেক্ষা করে ঈদের তৃতীয় দিনেও সকাল থেকেই মানুষ ছুটে যাবেন ঢাকা ও ঢাকার আশপাশের বিনোদনকেন্দ্র গুলোতে। এরপরেই বাংলা নববর্ষ উদযাপনে মাতবে। ঈদের ছুটির সঙ্গে বর্ষবরণের আনন্দ যোগ হওয়াতে যেন ব্যস্ত রাজধানীর আকাশে বাতাসে অন্যরকম আনন্দ।

এআরএস
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঈদের বাকি এখনও এক সপ্তাহের বেশি। কিন্তু, এইরমধ্যে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে ছাত্র-জনতার সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ঈদ সামনে রেখে এবার একটু আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায়, ঈদের ভিড় এড়াতে চাকরিজীবীদের অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত