সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

ভাসানটেকে গ্যাস বিস্ফোরণ: মা-বাবা-নানির পর লামিয়ার মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম

রাজধানীর ভাসানটেকের একটি বাসায় লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হলো। এখনও হাসপাতালে ভর্তি আছে আরও দুই জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার সকাল ছয়টা ৩৮ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ওই শিশুর নাম লামিয়া (৭)। সে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মো. লিটনের মেয়ে। তিনি ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট। বর্তমানে তারা ভাসানটেকে পরিবারের নিয়ে থাকতো। 

এর আগে ওই আগুনের ঘটনায় লামিয়ার বাবা, মো. লিটন চৌধুরী (৫২) মা সূর্য বানু (৪০), নানি মেহরুন্নেছা (৬৫) মারা গেছেন। 

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি জানান, বর্তমানে তার বোন লিজা (১৫) ও ভাই সুজন (৮) চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

গত শুক্রবার (১২ এপ্রিল) ভোর চারটার দিকে পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের  ৪/১৩ নং এল বাড়ির নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে। কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ এক পরিবারের ছয় জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

একাত্তর/এসি
দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)...
রাজধানীতে খ্রিস্টিয় নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ও ফানুস উড়াতে তিন শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের একটি বাসায় গরম পানি করতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু বায়েজিদ (৩) মারা গেছে। এই ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরিফের ইফতার মাহফিলে যোগ দিয়ে...
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত