সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

মাদকের টাকা ভাগে খুন পাভেল, গ্রেপ্তার আরও তিন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পিএম

মাদকের টাকা ভাগাভাগিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুন হয় পল্লবীর পাভেল। হত্যার পর তার মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়। গেলো এই হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রায়হান বাবু (২৪), সোহেল তোতা মামা (২৪) ও বাচ্চু কাজল বাচ্চু (২৩)।   

বুধবার গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদ হাসানের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল, বরগুনা ও বরিশাল মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

এর আগে এই ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ নিয়ে মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে জড়িত তাজমুল ও হানিফ নামে আরও দুই জনকে খুঁজছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পাভেলের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। ঘটনার পরদিন তার মা ছয় জনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা করেন। তারা হলো- হাবিব, হানিফ, আনিছ, রায়হান নানু, মিলন ও জনি। বাকি আরো পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, দীর্ঘ দিনের দুই ঘনিষ্ঠ বন্ধু পাভেল ও হাবিব মিলে পল্লবীতে গড়ে তোলে মাদক বিক্রির সিন্ডিকেট। সম্প্রতি সেই মাদকের টাকার ভাগাভাগি নিয়ে দুই বন্ধুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় পাভেল জেলে গেলেও ক্ষোভ মেটেনি হাবিবের। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের রাতে পাভেলকে পল্লবীব ১২ নম্বরে স্বপ্ননগর আবাসিক এলাকার পেছনে ডেকে নেয় হাবিবের পাঁচ থেকে ছয় জন সঙ্গী। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। 

 

একাত্তর/এসি
রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মায়ের পর এবার মৃত্যু হলো শিশু মোহাম্মদের। এ নিয়ে এ ঘটনায় মোট তিন জনের মৃত্যু হলো।
রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ সাত জনের মধ্যে আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় মৃত্যু হলো দুই জনের।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৩ জুন) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত