রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. মেঘনার (২০) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায়। তিনি প্রেসক্লাবের এলাকায় ভাঙ্গারী টোকাতেন, এবং ফুটপাতে থাকতেন।
ওই নারীর স্বামী দাবি করা মো. নাঈম নামের এক ব্যক্তি জানান, বিকেলে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ওই নারী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।